আইসিবি গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের আইপিও আবেদন ১৭-২৪ আগস্ট

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : আইসিবি গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের আইপিও আবেদন শুরু হয়েছে আজ বুধবার (১৭ আগস্ট) । চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড দায়িত্ব পালন করছে। সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) যৌথ উদ্যোগে গঠিত ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড’-এর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত রোড শো সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএএমসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ রোড শোতে মেয়াদি এ ফান্ডটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ফান্ডটির আকার ১০০ কোটি টাকা ও প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এরই মধ্যে ফান্ডটির উদ্যোক্তা সিএমএসএফ ৫০ কোটি ও আইএএমসিএল ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

আইপিও-পূর্ব প্লেসমেন্টের মাধ্যমে আইসিবি ৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। আইপিওতে যোগ্য বিনিয়োগকারী (ইআই), মিউচুয়াল ফান্ড, প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির আইপিওর চাঁদা গ্রহণ এ বছরের ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

Leave A Reply

Your email address will not be published.