একমাসে শেয়ারবাজারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী অর্থবছরের (২০২১-২২) জুলাই ০১ থেকে জুন ৩০ পর্যন্ত মোট ২৪০ কার্যদিবসে মোট ৩ লাখ ১৮ হাজার ৭২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। যা অর্থবছরের হিসেবে শেয়ারবাজারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।

ডিএসই সূত্রে জানা যায়, বিদায়ী অর্থবছরের সর্বশেষ দিন ৩০ জুন (বৃহস্পতিবার) ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি টাকা। আর অর্থবছরের প্রথম দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। বিদায়ী অর্থবছরের ২৪০ কার্যদিবসে ডিএইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে ৪শ কোটি টাকার নিচে। আবার সর্বোচ্চ লেনদেন হয়েছে ৩ হাজার কোটি টাকার ওপরে।

বিদায়ী অর্থবছরের ডিএসইতে ২৪০ কার্যদিবসের গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৩২৮ কোটি টাকা। সেই হিসেবে ২৪০ দিনে লেনদেন হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৭২০ কোটি টাকার বেশি।

এর আগের অর্থবছরে অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে মোট ২৪১ কার্যদিবস লেনদেন হয়েছিল। সে সময়ে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৩১ কোটি টাকা। অর্থাৎ লেনদেন হয়েছিল ২ লাখ ৪৮ হাজার ৪৭১ কোটি টাকা। অর্থাৎ বিদায়ী অর্থবছরে ৭০ হাজার কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।

তারও আগে ডিএসইর ইতিহাসে ২০১০-১১ অর্থবছরে শেয়ারবাজারে গড়ে দৈনিক লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৭ কোটি টাকা। এটিই ছিল শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের বছর।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে শেয়ারবাজারে আর বেশি লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গত বছরে যেসব আইপিও বাজারে এসেছে এবং বিশেষ করে বেক্সিমকো সুকক বাজারে লেনদেনে এসেছে। এবছর কোম্পানিগুলোর শেয়ার এবং বন্ডের লেনদেন প্রভাব ফেলতে পারে। এছাড়া, এবছর দেশের অর্থনীতিতে পদ্মা সেতুর একটা বড় প্রভাব পড়বে। যা শেয়ারবাজারেও পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে।

Leave A Reply

Your email address will not be published.