ওটিসিতে থাকা কোম্পানিগুলোর তথ্য চেয়েছে বিএসইসি

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকা কোম্পানিগুলোর বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে দুই স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) চিঠি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ রতন মিয়া স্বাক্ষরিত চিঠি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে আগামী তিন কার্য দিবসের মধ্যে কোম্পানিগুলোর তথ্য বিএসইসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ হয়েছে, ওটিসি মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পেপার শেয়ার আগামী এক মাসের মধ্যে ইলেক্ট্রনিক শেয়ারে রুপান্তর করতে হবে। যেসব বিনিয়োগকারী কাগুজে শেয়ার হারিয়ে ফেলেছেন তাদের শেয়ার রেকর্ড অনুযায়ী পুণরায় ইলেক্ট্রনিক শেয়ার হিসেবে ইস্যু করতে পারবে।

এছাড়াও, ওটিসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার হোল্ডিং পজিশনের ওপর ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সুপারিশসহ বিস্তারিত তথ্য জানাতে বলেছে বিএসইসি।

অন্যদিকে, ওটিসি মার্কেটের কোন কোম্পানি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার উদ্দেশ্যে শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই বিএসইসির অনুমতি নিতে হবে। এসএমই মার্কেটের কাগুজে (পেপার) শেয়ারও ইলেক্ট্রনিক শেয়ারে রুপান্তর করতে বিএসইসির চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.