ফু-ওয়াং ফুডসের উৎপাদন ও বিক্রি বেড়েছে

0

স্টকরিপোর্ট ডেস্ক : জোরালোভাবে বাজারে ফেরার চেষ্টা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড। ইতোমধ্যে কোম্পানিটির বিস্কিট উৎপাদন ও বিক্রির পরিমাণ বেড়েছে। গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ফু-ওয়াং ফুডস বেশ দুর্বল অবস্থায় পড়েগিয়েছিল। বিপদে পড়েছিল কোম্পানিটির বিনিয়োগকারীরা। জাপনি বিনিয়োগকারীরা (মিনোরি বাংলাদেশ) দায়িত্ব নেওয়ার পর কোম্পানিটির অবস্থার উন্নতি হচ্ছে। নানা সমস্যা থেকে কোম্পানিটিকে বের করে আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে তাদের দৈনিক বিক্রির পরিমাণ বেড়েছে।

জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ বিএসইসির কাছে ফু-ওয়াং ফুডসকে অধিগ্রহণ করার অনুমতি চাইলে চলতি বছরের ২০ জানুয়ারি কমিশন তাতে সম্মতি দেয়। কোম্পানিটি ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার কিনে কোম্পানিটিকে অধিগ্রহণ করে।

এর আগে একই অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান জানান, জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে পড়া এমারেল্ড অয়েলের উৎপাদন আবার শুরু হয়েছে। চলতি মাসেই তারা তাদের উৎপাদিত তেল আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করবে।

তিনি আরও জানান, জাপানি প্রতিষ্ঠানটি এমারেল্ড অয়েলের উৎপাদিত তেল জাপানে রপ্তানি করতে আগ্রহী।

Leave A Reply

Your email address will not be published.