বন্ডে ২৫০ কোটি টাকা নিতে চায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানির কর্তৃপক্ষ ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে রোববার (০৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, তহবিল সংগ্রহের জন্য জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের সাথে সম্প্রতি একটি চুক্তি সই করেছে। জনতা ক্যাপিটাল কোম্পানিটির ফান্ড অ্যারেঞ্জার হিসাবে কাজ করবে।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারদের কাছে বন্ড ইস্যুর সম্মতি শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতির জন্য আবেদন করবে কোম্পানির কর্তৃপক্ষ।

বিগত দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে এক বিনিয়োগকারী বলেন, শিগগিরিই কোম্পানির শেয়ারপ্রতি দর উড়তে শুরু করবে। বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে কারসাজির ‍সুযোগ সৃষ্টি হবে এবং বন্ড শেষে শেয়ার দর পড়তে শুরু করবে। কারসাজির ‍সুযোগ কোম্পানির কর্তৃপক্ষ করে দেন বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.