বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ ব্র্যাক এবং ইসলামী ব্যাংকের শেয়ারে

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দুইটি ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিদেশিদের আগ্রহের শীর্ষে থাকা এই দুই ব্যাংকের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ মার্চ পর্যন্ত ইসলামি ব্যাংকে ৪২ দশমিক ২৮ শতাংশ শেয়ার ধারণ করছেন বিদেশি বিনিয়োগকারীরা ও বিদেশি পরিচালকেরা। এর পরেই ৩৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার বিদেশিদের কাছে রয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়াও এবি ব্যাংকের ০.৭৯ শতাংশ, আল-আরাফা ইসলামী ব্যাংকের ০.৪৭ শতাংশ, ব্যাংক এশিয়ায় ০.২১ শতাংশ, সিটি ব্যাংকের ৫.১৬ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকে ০.০১ শতাংশ, ইস্টার্ন ব্যাংকে ০.২০ শতাংশ, এক্সিম ব্যাংকে ০.৯৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১.২৫ শতাংশ, আইএফআইসি ব্যাংকে ১.১১ শতাংশ, যমুনা ব্যাংকে ০.৪৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকে ৪ দশমিক ০২ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ০.১৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংকে ০.৯৫ শতাংশ, এনসিসি ব্যাংকে ০.৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকে ০.২২ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ০.৮২ শতাংশ, প্রাইম ব্যাংকে ০.৫০ শতাংশ, পূবালী ব্যাংকে ০.১৯ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকে ০.১৫ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকে ১.১৮ শতাংশ, সাউথইস্ট ব্যাংকে ১.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকে ০.৩৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকে ০.১৩ শতাংশ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ০.৭৩ শতাংশ শেয়ার ধারণ করছেন বিদেশি বিনিয়োগকারীরা।

Leave A Reply

Your email address will not be published.