বিমা খাতে সুবাতাস

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সবচেয়ে বড় খাতগুলোর মধ্যে অন্যতম বিমা খাত। ফ্লোর প্রাইস বেধে দেওয়ার পর থেকেই এই খাত একে বারেই স্তব্ধ হয়ে আছে। যেন কোন প্রকার নিশ্বাসেরও আওয়াজ মিলছিলো না এই খাত থেকে। কিন্তু ১৬৮টি কোম্পানির শেয়ারদর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পরই কিছুটা নড়তে শুরু করেছে এই খাত। সবচেয়ে বেশি ৩৭টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে বিমা খাতের।

জানা গেছে, ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে যেমন অনেক কোম্পানির শেয়ারদর কমছে, ঠিক তেমনই কিছু কোম্পানির শেয়ারদর বাড়তেও দেখা যাচ্ছে। যা বিমা খাতের জন্য কিছুটা সুবাতাস বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ দীর্ঘ পাঁচ মাস ফ্লোরে আটকে থাকার কারণে লেনদেনই বন্ধ ছিল যেখানে, সেখানে ফ্লোর প্রত্যাহারের কারণে অন্তত কিছুটা লেনদেন করা যাচ্ছে। এতে কিছু কোম্পানির শেয়ারদর কমছে, আবার কিছু কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পাচ্ছে।

গতকাল বুধবার বিমা খাতের ৫৩টি কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে শেয়ারদর কমেছে ২৮টির। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির।

Leave A Reply

Your email address will not be published.