লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিটি ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৩৬টি শেয়ার হাতবদল করেছে।

বেক্সিমকো লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৬ কোটি ৪২ লাখ টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারেটেক, দ্য একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক লিমিটেড।

Leave A Reply

Your email address will not be published.