‌শেয়ার কেনার সময়ই লাভবান হ‌তে হ‌বে: বিএসইসি কমিশনার

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: শেয়ার বি‌ক্রির সময় নয়, শেয়ার কেনার সময় লাভবান হ‌তে হ‌বে। কারণ বি‌ক্রির ক্ষে‌ত্রে সব সময় ভা‌লো প্রাইস পাওয়া যায় না। তাই শেয়র কেনার সময়ই লাভবান হওয়ার চেষ্টা কর‌তে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

আজ রোববার (৫ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অ‌ডিট‌রিয়া‌মে আ‌য়ো‌জিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। কর্মশালায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ইউ‌সি‌বি স্টক ব্রোকা‌রের সিইও রহমত পাশা।

বিএসই‌সির ক‌মিশনার কোম্পা‌নিগু‌লোর তথ‌্য প্রধা‌নের বিষ‌য়ে ব‌লেন, ‌কোম্পা‌নিগু‌লো স‌ঠিকভা‌বে তা‌দের তথ‌্য প্রকাশ না কর‌লে বি‌নি‌য়োগকারীরা স‌ঠিক সিদ্ধান্ত নি‌তে পার‌বে না। তাই কোম্পা‌নিগু‌লোর উ‌চিৎ স‌ঠিকভা‌বে তা‌দের তথ‌্য প্রকাশ করা।

তি‌নি আরও ব‌লেন, আমরা কোম্পা‌নিগু‌লোর প্রতি ক‌ঠিন হ‌তে চাই না। কিন্তু আপনারা স‌ঠিকভা‌বে তথ‌্য প্রকাশ না কর‌লে আমরা ক‌ঠিন হ‌তে বাধ‌্য হ‌বো।

কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিএম সৈয়দ মাহমুদ যুবায়ের ও সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব‌্য দি‌য়ে‌ছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সঞ্চালনায় ছি‌লেন সিএম‌জেএফ`র সাধারণ সম্পাদক আবু আলী।

Leave A Reply

Your email address will not be published.