সপ্তাহের শেষ দিনে ইতিবাচক লেনদেন

0

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫২৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক উত্থানে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.