৫৪ কোটি টাকা মুনাফা দেবে লংকাবাংলা ফাইন্যান্স

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানির সর্বশেষ বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাতে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি এক টাকা করে মোট ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩ টাকা লভ্যাংশ বাবাদ মুনাফা দেবে ব্যাংকটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২২ সালে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৬৬ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা। তাতে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২১ পয়সা। এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা। তাতে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৮ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানির। তার আগের ২০২০ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

২০০৬ তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩টি। গত বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৬ টাকায়।

Leave A Reply

Your email address will not be published.