৫ দিনের ছুটিতে পুঁজিবাজার

0

স্টকরিপোর্ট প্রতিবেদক :  দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) গতকাল বুধবার থেকে ৫ দিনের ছুটিতে থাকবে। এরমধ্যে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) রয়েছে ২ দিন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছুটি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতরে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। এ সময় লেনদেন হবেনা কোন সিকিউরিটিজের।

পরদিন ২৪ এপ্রিল থেকে আগের নিয়মে চলবে পুঁজিবাজার। তবে, ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরো ১দিন বাড়বে। সেক্ষেত্রে ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে শুরু হবে লেনদেন।

Leave A Reply

Your email address will not be published.