এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দাম কমল ৩৭৫ কোম্পানির

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারের সূচকের খড়া যেন কাটছেই না। গতকালের মতো বুধবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ছিল নিম্নমুখী। গতকাল ৫৭৫ কোটি টাকা লেনদেন হলেও, আজ বুধবার (৬ এপ্রিল) সেটি নেমে এসেছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকায়, যা গত একবছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

আজ সূচক নেমে এসেছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। যা গতকালের চেয়ে ৩২ পয়েন্ট কম। এর আগে গত বছরের ১২ এপ্রিল ডিএসইতে ৪৯৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।

আজ গতকালের চেয়ে ৮৫ কোটি ৩২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমান ছিল ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকা। আজ ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির লেনদেন হয়েছে। তারমধ্যে দর বেড়েছে ৪৪টি, কমেছে ৩৭৫টি। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির দর।

Leave A Reply

Your email address will not be published.