কস্ট প্রাইসে স্বাভাবিক গতিতে ফিরছে শেয়ারবাজার

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: কস্ট প্রাইসে বা ক্রয়মূল্যে ব্যাংকের বিনিয়োগ সীমা বা এক্সপোজার লিমিট গণনার দাবি ছিল শেয়ারবাজারের বিনিয়োগকারীদের দীর্ঘদিনের। দীর্ঘ প্রায় এক দশক আন্দোলন-সংগ্রামের পর বিনিয়োগকারীদের সেই দাবি নতুন সহজেই পূরণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ গতকাল মঙ্গলবার বিকালে বিনিয়োগকারীদের দীর্ঘ প্রতিক্ষিত সেই দাবি পূরণের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে কস্ট প্রাইসে বা ক্রয়মূল্যে বিনিয়োগ সীমা গণনার পরামর্শ দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখন চুড়ান্ত আদেশ জারি করবে। যদিও বাংলাদেশ ব্যাংকই গত মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছে কস্ট প্রাইসে ব্যাংকের বিনিয়োগ সীমা গণনার প্রস্তাব করে পরামর্শ চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এখন এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক চুড়ান্ত আদেশ জারি করবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এর পুরো কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্ণর মো. আবদুর রউফ তালুকদারের। যিনি এর আগে অর্থ সচিবের দায়িত্বে ছিলেন। গভর্ণর হিসাবে যোগদানের এক মাসের মধ্যেই দীর্ঘদিনের জট পাকানো ইস্যুটির সহজ সমাধান দিলেন। এখন চুড়ান্ত আদেশ জারি হলে ব্যাংকগুলো বাজারমূখী হবে এবং বাজার স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতোদিন বাংলাদেশ ব্যাংকের চোখ রাঙানির কারণে ব্যাংকগুলো শেয়ারবাজারের দিকে চোখ মেলেও তাকায়নি। এখন বর্তমান গভর্ণরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজার বান্ধব মনোভাব পোষণ করছে। বাংলাদেশ ব্যাংকের আচরণে এই পরিবর্তন ব্যাংকগুলোকে শেয়ারবাজারমূখী হতে উৎসাহিত করবে। আর ব্যাংকগুলো শেয়ারবাজারমূখী হলে বাজার চাঙ্গাভাবে ফিরে আসবে-এতে কোন সন্দেহ নেই।

বুধবারের বাজার পরিস্থিতি: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫০.৮৭ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০.১০ পয়েন্টে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.১৫ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৬১ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭০.৫১ পয়েন্টে এবং দুই হাজার ২৫৮.৮২ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন হয়েছে এক হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১২ কোটি ১৪ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির বা ৩৯.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬২টির বা ৪২.৪১ শতাংশের এবং ৬৮টির বা ১৭.৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৮.৬০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৭.৩৪ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দর। আজ সিএসইতে ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.