ট্রাস্ট ইসলামি লাইফের আইপিও অনুমোদন

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার (২৫ জানুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮৫৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা উত্তোলন করছে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানির কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরন করতে পারবে না।

Leave A Reply

Your email address will not be published.