ডিএসইর সূচক আবারও ৭ হাজার ছাড়ালো

0

নিজস্ব প্রতিবেদক : শেয়ার বাজারে গতি ফিরেছে। প্রায় এক মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবারও সাত হাজারের মাইল ফলক ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) ডিএসইএক্স সূচকটি ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ৭ ডিসেম্বর সূচকটি একই অবস্থানে ছিল। এরপর সেটি কমতে কমতে ৬ হাজার পয়েন্টে নেমে আসে।

সূচকের পাশাপাশি মঙ্গলবার লেনদেনেও বড় উত্থান হয়েছে শেয়ার বাজারে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৭৭ কোটি টাকা, যা সোমবারের (১০ জানুয়ারি) চেয়ে ৪৯০ কোটি টাকা বেশি। গত প্রায় তিন মাসের আজ মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৭ অক্টোবর সর্বোচ্চ ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

প্রসঙ্গত, নতুন বছরের শুরু থেকেই শেয়ার বাজারে আবারও চাঙাভাব দেখা যাচ্ছে। বিশেষ করে সরকারের মালিকানাধীন কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধির কারণে গত প্রায় ১০ কার্যদিবস ধরে শেয়ার বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। এ সময়ে সরকারি কোম্পানিগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার। কোম্পানিটির শেয়ারের দাম মাত্র ১৩ কার্যদিবসে আড়াই গুণ বেড়েছে। বিএসসির শেয়ারের এ উত্থান সরকারের মালিকানাধীন অন্যান্য কোম্পানির দামের ওপরও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে।

Leave A Reply

Your email address will not be published.