তিন খাতের শেয়ারে পালের হাওয়া

0

 

স্টকরিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে আজ বৃহস্পতিবার (১৬ জুন) ৩ খাতের সবগুলোর কোম্পানির শেয়ার দর বেড়েছে। এই তিন খাতের মধ্যে রয়েছে সেবা ও আবাসন, ভ্রমণ ও বিনোদন এবং পাট। খবর শেয়ারনিউজটুয়েন্টিফোর ডটকম।

জানা গেছে, এই তিন খাতের মধ্যে আজ টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেবা ও আবাসন খাতের। আজ এই খাতে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৩ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৩.৭৯ শতাংশ। এখাতের চার কোম্পানি হলো-ইস্টার্ন হাউজিং, সার্পোট, সমরিতা হাসপাতাল ও সাইফ পাওয়ার।

ভ্রমণ ও বিনোদন খাতে আজ মোট লেনদেনের পরিমান ২৪ কোটি টাকার। যা আজ ডিএসইর লেনদেনের ২.৪৮ শতাংশ। এখাতে লেনদেন হওয়া তিন কোম্পানি হলো-পেনিনসুলা, সী পার্ল রিসোর্ট এবং ইউনিক হোটেল।

আর পাট খাতে মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ০.০৫ শতাংশ। এখাতের তিন কোম্পানি হলো-জুট স্পিনার্স, নর্দার্ন ও সোনালী আঁশ।

Leave A Reply

Your email address will not be published.