দেড় ঘন্টা পর ১১টায় ডিএসইর লেনদেন শুরু

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: সার্ভার ত্রুটি সংশোধনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরু হয়েছে বেলা ১১টায়।

মূলত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ফলে সকাল ৯টা ৩০ মিনিট থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ ছিল ।

ডিএসইর আইটি বিভাগ জানিয়েছে, ত্রুটি সারতে সময় লাগতে পারে,১ ঘন্টাপর লেনদেন চালু হবে। অর্থাৎ আজ সকাল ১০.৩০ টায় লেনদেন চালু হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বেলা ১১টায় লেনদেন শুরু হয়।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.