নতুন বছরে সর্বোচ্চ লেনদেন

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : টানা তিন দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। এর আগে গত বৃহস্পতি, রবি ও সোমবার টানা তিন দিন পুঁজিবাজারে দরপতন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। এর আগে ১৩ ডিসেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ ২০২৩ সালের মধ্যে আজ পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৩৬টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৪৭০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ারের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওরিয়ন ইনফিউশন এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৭ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৮টির ও ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.