পারটেক্স কেবলসকে আইপিও ইস্যুতে ছাড় দিল বিএসইসি

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : পারটেক্স কেবলস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনে পাবলিক ইস্যু বিধিমালা পরিপালনের ক্ষেত্রে ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত বছরের ২৩ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিএসইসি, যা ওই বছরের ২০ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সংস্থাটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাবলিক অফারের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট ইস্যুয়ারকে পাবলিক ইস্যু বিধিমালা ২০১৫-এর বিধি ৩-এর উপবিধি ২-এর (পি) ধারার শর্ত পরিপালন থেকে অব্যাহতি দেয়া প্রয়োজন বলে মনে করছে কমিশন। এ অবস্থায় আইপিওর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য বিএসইসি পাবলিক ইস্যু বিধিমালা ২০১৫ এর আলোচ্য বিধি পরিপালন থেকে পারটেক্স কেবলসকে ২০২২ সালের ৩০ জুনের পর থেকে আইপিও ব্যতীত অন্য কোনোভাবে মূলধন বাড়ানো যাবে এ শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করেছে।

Leave A Reply

Your email address will not be published.