ফান্ড সঙ্কটে হতাশার বৃত্তে শেয়ারবাজার

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২৭ নভেম্বর) হেসেছে দেশের শেয়ারবাজার। নতুন সপ্তাহের প্রথম দিন শেয়ারবাজারে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। তবে হতাশার যে বৃত্ত, তা থেকে বের হয়ে আসার সামান্যতম আভাসও নেই। যা বিনিয়োগকারীদের জন্য বরাবরের মতোই খারাপ খবর।

লেনদেনের এমন নিম্নগতি শেয়ারবাজারে ফান্ডের সঙ্কট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে কিছু ফান্ডর ব্যবস্থা হলে এখান থেকেই শেয়ারবাজার এগিয়ে যাবে বলে মনে করছে সাধারণ বিনিয়োগকারী এবং বাজার মধ্যস্থতাকারীরা।

তারা বলছেন, শেয়ারবাজারে ফান্ডের সাপোর্ট থাকলে আইসিবিসহ সরকারী প্রতিষ্ঠানগুলো এখান থেকে শেয়ার ক্রয় করতে পারতো। এতে করে ফ্লোরে আটকে থাকা বিনিয়োগকারীরা নিজেদের ফান্ডগুলোকে অন্য কোন শেয়ারে বিনিয়োগের সুযোগ পাবে। এতে করে শেয়ারবাজারে তারল্যের চাকা সচল হতো। যা শেয়ারবাজারকে বর্তমান অবস্থান থেকে এগিয়ে নিতে সাহায্য করতো।

রোববারের শেয়ারবাজার পযালোচনা: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩২.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৮৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ২০২.৩৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, শেয়ার দর কমেছে ৪১টির এবং ২১৬টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০২.২৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ২৫টির আর ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.