বাণিজ্যিক জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ই-জেনারেশনের

0

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশনের পরিচালনা পর্ষদ বাণিজ্যিক জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক গণপ্রস্থাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা টাকা দিয়ে জায়গা ক্রয় করবে কোম্পানিটি। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জানা যায়, ৮ কোটি ১ লাখ ৩১ হাজার টাকার জায়গা কিনবে কোম্পানিটি। রাজধানীর প্রগতি স্বরণীতে কুড়িল বাড্ডায় র‌্যাংস্ক বিজনেস সেন্টারে ২১৮/১,২১৮/২, ২২৬,২২৬/৩ জায়গা কিনবে। এটি একটি ৯তলা বিশিষ্ট ফ্লোর (৫৩১৫ বর্গফুট)। এছাড়া ফ্লোরটিতে ৪টি কার পার্কিংয়ের জন্য ৪৫৬ বর্গফুট জায়গা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.