রাইটের অব্যবহৃত ফান্ড ব্যবহারে সময় বাড়ানোর অনুমোদন গোল্ডেন হার্ভেস্টের

0

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর অব্যবহৃত রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময় বাড়ানোয় অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই অর্থ ব্যবহারে সময় বাড়ানো অনুমোদন দেয়। অব্যবহৃত রাইট ইস্যু ফান্ডের অর্থ ব্যবহারে ২০২৩ সালের ২১ জানুয়ারি পর্যন্ত অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডররা। এখন এই অর্থ ব্যবহারে সময় বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি।

Leave A Reply

Your email address will not be published.