সম্পদ ব্যবস্থাপনায় প্রথম পুরস্কার শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ শীর্ষক আয়োজনে সেরা সম্পদ ব্যবস্থাপনা বিভাগে প্রথম স্থানে পুরস্কার পেয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এমরান হাসান বলেন, “এই পুরস্কার বিনিয়োগকারীদের কাছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভালো রিটার্ন প্রদান, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং সামগ্রিকভাবে মিউচুয়্যাল ফান্ড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। বিএসইসির এই স্বীকৃতিতে আমরা সত্যিই কৃতজ্ঞ।”

মূলত, সিকিউরিটিজ সংক্রান্ত বিধি-বিধানের যথাযথ প্রতিপালন উৎসাহিত করার লক্ষ্যে, বিএসইসি প্রথমবারের মতো বাজারের মধ্যস্থতাকারীদের জন্য এই পুরস্কার চালু করেছে।

Leave A Reply

Your email address will not be published.