সরকারি সিকিউরিটিজের আয়েও বসছে কর

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে আয় করা অর্থের ওপর কর বসানো হচ্ছে নতুন অর্থবছরে। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সরকারি সিকিউরিটিজ হিসেবে পরিচিত ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড কেনার পর বিক্রয় মূল্য বাদ দিলে যে মুনাফা বা আয় হয়, তাকে অর্জিত মূলধনী আয় বলা হয়। এতদিন এ আয় ছিল করমুক্ত।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, “বর্তমানে সরকারি সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনী আয় করমুক্ত রয়েছে। এ আয়কে অন্যান্য সিকিউরিটিজ এর মত করযোগ্য করার প্রস্তাব করছি।”

একইসঙ্গে বেসরকারি খাতের কর হার যৌক্তিকীকরণে বেভারেজ কনসেনট্রেট থেকে আমদানি পর্যায়ে, সেবা রপ্তানিতে, অভ্যন্তরীণ নৌযান পরিচালনা এবং বাণিজ্যিকভাবে পরিচালিত যানবাহন থেকে ‘ন্যূনতম কর’ আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে।

Leave A Reply

Your email address will not be published.