১১ টাকায় প্রথম লেনদেন মামুন এগ্রোর

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শেয়ার আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রথম দিন ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে। এসএমই প্লাটফর্মে মঙ্গলবা দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোম্পানিটির মাত্র একবার হাত বদল হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানির শেয়ার ১১ টাকায় লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত মামুন এগ্রো প্রোডাক্টসের ট্রেডিং কোড ‘MAMUNAGRO’ এবং কোম্পানি কোড ৬৮০০১। কোম্পানিটি ১০ কোটি টাকা উত্তোলনে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে বিল্ডিং ও সিভিল নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

Leave A Reply

Your email address will not be published.