পুঁজিবাজারের তুলনায় ব্যাংক ঋণ বেশি পছন্দ করেন উদ্যোক্তারা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও দেশের উদ্যোক্তারা তুলনামূলক বেশি খরচের ব্যাংক ঋণ পছন্দ করেন। এ মনোভাব পাল্টাতে পারলে সরকারের রাজস্ব ও মুদ্রানীতির সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজার এগিয়ে যাবে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে অনুষ্ঠিত আইএসকো-এপিআরসি এর দুই দিনের সন্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মসিউর রহমান বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পুঁজিবাজারের প্রয়োজন দেখে দ্রুত নীতিমালা করা, যা বাস্তবায়িত হবে ন্যায় ও অন্যায়কে সামনে রেখে। কোভিড মহামারিকালে পুঁজিবাজার ব্যবস্থাপনায় বাংলাদেশ খুব ভালো দক্ষতা দেখিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার সময় উপযোগী নীতির কারণে বিনিয়োগকারীরা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, দেশের পুঁজিবাজার মূলধনী বাজার নির্ভর হলেও এখন কমোডিটি মার্কেটসহ নতুন অনেক পণ্য আসছে। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে পুঁজিবাজারের সম্ভাবনাও অনেক।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্স (আইএসকো) এর এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির (এপিআরসি) দুই দিনের সভা বুধবার শুরু হয়। সংগঠনটির চারটি আঞ্চলিক কমিটির মধ্যে এপিআরসি অন্যতম। সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.