মিডল্যান্ড ব্যাংকের আইপিও শেয়ার বিওতে জমা

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করা মিডল্যান্ড ব্যাংকের আইপিও শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

আজ বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এই তথ্য জানা যায়। সিডিবিএল জানায়, বুধবার ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করা হয়েছে।

প্রসঙ্গত, মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারীদের আবেদন কম হয়েছে। চাহিদার ২৬ ভাগ কম আবেদন জমা পড়েছে। এটা ৩৫ ভাগের বেশি হলে সমস্যা ছিল। আইপিওটি বাতিল হয়ে যেতে পারতো। নিয়ম অনুসারে আন্ডারসাবসক্রাইব শেয়ার আন্ডার রাইটাররা কিনে নেবে।

মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহে গত ১৬ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে। আবেদন চলে ২৩ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে ১৫ হাজার ৩৩৮টি দেশি-বিদেশি বিনিয়োগকারীর আবেদন জমা পড়ে। তারা (বিনিয়োগকারী) ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০ শেয়ার কিনতে আবেদন করেছেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

 

Leave A Reply

Your email address will not be published.