দশ কোম্পানির দখলে ৩৩% লেনদেন

0

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের প্রায় ৩৩ শতাংশ দশ কোম্পানির দখলে রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। গত সপ্তাহে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১১ দশমিক ৫৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে বেক্সিমকো লিমিটেডের মোট ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ওয়ান ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

Leave A Reply

Your email address will not be published.