আরও ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করলো বিএসইসি

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : ৩৫টি কোম্পানির মধ্যে ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার এই ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫ কোম্পানি বাদে বাকি সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছিল বিএসইসি। ফ্লোর প্রাইস প্রত্যাহারের দ্বিতীয় কর্মদিবস পর গতকাল সোমবার (২২ জানুয়ারি) সেই ৩৫ কোম্পানি থেকে ১২টি কোম্পানি রেখে বাকি ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসি জানিয়েছে, যে ১২টি কোম্পানির ফ্লোর প্রাইস থাকবে, সেগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকে-বিএটিবিসি, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, গ্রামীন ফোন, ইসলামী ব্যাংক, কেপিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, রেনেটা, রবি এবং শাহাজীবাজার পাওয়ার-এসপিসিএল। আগামীকাল ২৩ জানুয়ারি থেকে উল্লেখিত ১২ কোম্পানি বাদে সকল কোম্পানির শেয়ার ফ্লোর মুক্ত থাকবে।

উল্লেখ্য, যেসব কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেলো, সেগুলো হলো: বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স অ্যাগ্রো, কেডিএস লিমিটেড, কাট্টলী টেক্সটাইল, মালেক স্পিনিং, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, পদ্মা অয়েল, সায়হাম কটন, শাশা ডেনিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।

Leave A Reply

Your email address will not be published.