উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ৫ কোম্পানি

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার (১৮ ডিসেম্বর) টাকার অংকে উভয় স্টক এক্সচেঞ্জে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৫ কোম্পানির। এর ফলে ওই ৫ কোম্পানি টার্নওভার বা লেনদেন তালিকায় অবস্থান করছে। কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসরিজ, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা এবং সি পার্ল হোটেল। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির ২৬ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির ৪৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার তৃতীয় অবস্থান করছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির ২১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার পঞ্চম স্থানে অবস্থান সেন্ট্রাল ফার্মা। এদিন ডিএসইতে কোম্পানিটির ১৬ কোটি ১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার নবম স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির ৪১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার নবম স্থানে অবস্থান সি পার্ল হোটেল। এদিন ডিএসইতে কোম্পানিটির ৯ কোটি ৮২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির ৪১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.