ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে প্রায় দেড় বছর পর গত ১৮ জানুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে বেশিরভাগ শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ৩৫ কোম্পানির বাদে সবগুলো থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। পরে আরও ২৩ প্রতিষ্ঠানের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর মাত্রাতিরিক্ত বিক্রির চাপে ২১ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২১৪ পয়েন্ট পড়ে যায়। তবে শেষ দিকে বিক্রির চাপ কমায় প্রধান সূচক ৯৬ পয়েন্ট কমে দিনের লেনদেন শেষ হয়। ওই সপ্তাহে তিনদিনেরর পতনে প্রায় ৩৩ হাজার কোটি টাকা পুঁজি হারায় বিনিয়োগকারীরা। বাজারে ছড়িয়ে পড়ে নানা গুজব ফলে এ সপ্তাহের প্রথম দিনেরও বড় পতনে লেনদেন শেষ হয়। ওই দিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৭.৩৪ পয়েন্ট পড়ে য়ায়।

এমন ধসে সকলের মাঝে বাজার পরিস্থিতি নিয়ে অজানা আতঙ্ক বিরাজ করছিল।গুজব আর আতঙ্কে টালমাটাল হয়ে পড়ে বাজার।উৎকন্ঠায় দিন কাটছিল লাখ লাখ বিনিয়োগকারীর। এ পরিস্থিতিতে লোকসানে শেয়ার বিক্রির চাপ না বাড়ানো সহ নানা পরামর্শ দিচ্ছিল বাজার সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা।

তবে টানা তিন কার্যদিবস বড় দরপতনের পরেই বেশিরভাগ প্রতিষ্ঠান অস্বাভাবিক বিক্রির চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজারে । এমন উত্থানে কিছুটা স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের।তবে সূচকের উত্থান হলেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম। সেই সাথে কমেছে লেনদেনও ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭ পয়েন্টে। শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮০ কোটি ৬১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৩৩ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ২৬৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ টাকা।

Leave A Reply

Your email address will not be published.