ফ্লোর প্রত্যাহারের প্রথম দিনেই রবির দরপতন

0

 

স্টকরিপোর্ট প্র্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩১৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আজ মঙ্গলবার (১৯ মার্চ) পিপলস লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে দশমিক ৫ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটার শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৭৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তমিজুদ্দিন টেক্সটাইল, গোল্ডেন সন, উসমানিয়া গ্লাস শিট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave A Reply

Your email address will not be published.