ফ্লোর প্রাইস প্রত্যাহারের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক : আগের দিন ফ্লোর প্রাইস প্রত্যাহারের চাপে শেয়ারবাজার এলোমেলো হয়ে গিয়েছেল। শুরু থেকেই বিনিয়োগকারীরা আতঙ্কের মধ্যে থেকেছে। এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২১৫ পয়েন্টের বেশি উধাও হয়ে যায়। দিনভর আতঙ্ক ছড়িয়ে শেষবেলায় তা ৯৬ পয়েন্টে স্থির হয়।

তবে আজ সোমবার (২২ জানুয়ারি) ভিন্ন মেজাজে ফিরেছে শেয়ারবাজারের লেনদেন। আজ লেনদেনের শুরুতে কিছুটা চাপ থাকলেও কিছুক্ষণ পরই উভয় বাজার ঘুরে দাঁড়ায়। প্রথম ১০ মিনিট বাজার কিছুটা নেতিবাচক থাকলেও এরপর ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। তারপর বাজার চাঙ্গাভাবে অগ্রগস হতে থাকে।

লেনদেনের দুই ঘন্টার মধ্যে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। এই সময়ে লেনদেন ৫৫৩ কোটি ছাড়িয়ে যায়। আগে যেখানে সারাদিনে কোনো রকমে লেনদেন হয়েছে ৪০০ কোটির ঘরে।

এই সময়ে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে, ১৪১টির দাম কমেছে এবং ৩৬টি দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বাজারে সব অংশীজনেরা সক্রিয় হতে শুরু করেছে। যে কারণে লেনদেন ও শেয়ার দামে গতি ফিরতে শুরু করেছে। লেনদেনের গতি দেখে বোঝা যাচ্ছে, আজ ডিএসইর লেনদেন হাজার কোটি ছাড়াবে।

Leave A Reply

Your email address will not be published.