বিক্রেতা সংকটে ঢাকা ডাইং, কেডিএস ও ফু-ওয়াং সিরামিক

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : ঈদুল আযহার ছুটির পর পুঁজিবাজারে আজ রোববার লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে তিন কোম্পানির শেয়ার। বিক্রেতা উধাও হওয়া কোম্পানি তিনটি হলো- ঢাকা ঢায়িং, কেডিএস ও ফু-ওয়াং সিরামিক।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা ১১টায় ঢাকা ঢায়িংয়ের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে ১৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

ফু-ওয়াং সিরামিক ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে ১৯ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা বাড়া যায় ঠিক ততটাকাই বেড়েছে এই দুই শেয়ারের দর। এদিন চাহিদার শীর্ষে থাকায় এই দুই শেয়ারের কোনো বিক্রেতা ছিল না।

অন্যদিকে কেডিএস শেয়ার দর ৭৭ টাকায় লেনদেন শুরু হলেও ক্রেতা সংকটে হল্টেড হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.