ব্লকে লেনদেন শিথিল করবে বিএসইসি

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্লকে লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা নিয়ে ভাবছেন।

বিএসইসি’র একটি সূত্র জানিয়েছে, স্বল্প মূলধনী বিনিয়োগকারীদের কথা চিন্তা করেই বিএসইসি নতুন এই নির্দেশনাটির কথা ভাবছে।

এই নির্দেশনায় যে সকল বিনিয়োগকারী ২ থেকে ৩ লাখ টাকার শেয়ার নিয়ে ফ্লোর প্রাইসে আটকে আছে, ওই সকল বিনিয়োগকারী দুই তিন লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন করতে পারবেন।

এছাড়াও ফ্লোর প্রাইস প্রত্যাহার বা দরপতনের সর্বনিম্ন সীমা ১ শতাংশের বেশি আরোপের বিষয়ে বাজারে যে গুঞ্জন রয়েছে, তা সঠিক নয়। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে এখনও স্থির অবস্থানে রয়েছে বিএসইসি।

বিএসইসির বর্তমান নিয়ম অনুযায়ী শেয়ারবাজারের ব্লকে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার শেয়ার হাতবদল করতে হয়।

তবে ব্লক মার্কেটে লেনদেন বাড়াতে এই শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এই বিষয়ে বিএসইসি শিগগির আদেশ জারি করতে পারে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.