ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮১টি কোম্পানির মোট ৪১ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বিকন ফার্মার ৭ কোটি ৪২ লাখ ৯ হাজার, দ্বিতীয় স্থানে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৫৬ লাখ ৬২ হাজার এবং তৃতীয় স্থানে সী পার্ল রিসোর্টের ৪ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণফোনের ২ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার, বেক্সিমকোর ২ কোটি ২০ লাখ ৮১ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ৬৮ লাখ ৪২ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার, একমি পেস্টিসাইডের ৯৩ লাখ ৪৭ হাজার, বীচ হ্যাচারির ৯৩ লাখ এবং ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.