সপ্তাহজুড়ে ৯ প্রতিষ্ঠানের দাপট

0

স্টকরিপোর্ট প্রতিবদেক : বিদায়ী সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ প্রতিষ্ঠান। এগুলো হলো- অলিম্পিক এক্সেসরিজ, আনলিমা ইয়ার্ন, খান ব্রাদার্স, প্যাসিফিক ডেনিমস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইভিন্স টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়্যাল ফান্ড এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। এই ৯ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৪৭.২৯ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ১০৮ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২১ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৪৭.২৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানটির ৪ কোটি ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১.৫৮ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানটির ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১.৩৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০.৬৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২৮ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.০৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৮ কোটি ৪৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪.৬২ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৭ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৪.৬১ বেড়েছে শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এসকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১.১৯ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৪৮ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৯ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৩৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮.১৮ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৬৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮.৭৫ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১০ কোটি ৭৩ লাখ ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৭৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহজুড়ে ফান্ডটির ১৫.১৩ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ ফান্ডের ১০ কোটি ৬৫ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ১৩ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে ফান্ডটি গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৩৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দশম স্থানে অবস্থান করছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৫৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৯০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.