সূচক ও লেনদেনের উথানে সপ্তাহ শেষ

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উথানে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতদিন ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬০ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৯ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৯৭ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

Leave A Reply

Your email address will not be published.