ডিএসইএক্স সূচকে রবিবার যুক্ত হবে নতুন ২৭টি কোম্পানি

0

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স নতুন করে যুক্ত হবে আরও ২৭টি কোম্পানি। আগামীকাল রবিবার (২৩ জানুয়ারি) থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোকেও বিবেচনায় নেওয়া হবে।

ডিএসই জানায়, সূচকটির পাশাপাশি বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচকও হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে ডিএসইএক্স সূচকে গণনায় ৩১১টি কোম্পানির লেনদেনের তথ্য বিবেচনায় নেওয়া হয়। আগামীকাল থেকে এই সূচক গণনায় ৩৩৮টি কোম্পানির লেনদেনের তথ্য বিবেচনায় নেওয়া হবে।

ডিএসইএক্সে যে ২৭টি কোম্পানি ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে সেগুলো হলো- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ মনস্পুল পেপার, ই-জেনারেশন, দেশ জেনারেল ইনস্যুরেন্স, আরামিট সিমেন্ট, রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, তমিজউদ্দিন টেক্সটাইল, মতিন স্পিনিং, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ফার্স্ট ফিন্যান্স, মিথুন নিটিং, জিলবাংলা সুগার মিলস, ইনডেক্স এগ্রো, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পিইটি, সোনালী লাইফ ইনস্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং।

Leave A Reply

Your email address will not be published.