কমেছে সূচক ও লেনদেন

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। একইসাথে গতদিনের তুলনায় লেনদেন কমেছে। ডিএসইতে এদিন ৭৯৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ সোমবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনের লেনদেন শেষে দেখা গেছে, আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬টি কোম্পানি। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৫ পয়েন্টে এসেছে। এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৪৪ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

Leave A Reply

Your email address will not be published.