ক্যাশ ফ্লো কমেছে খাদ্যখাতের ৭ কোম্পানির

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের ২১টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ৭টি কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো কমেছে। একই সময়ে ১১টি কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে এবং ১টি কোম্পানির ক্যাশ ফ্লো অপরিবর্তিত রয়েছে। বাকি ২টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিতে ক্যাশ ফ্লো কমেছে সেগুলো হলো-এপেক্স ফুডস, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটি, ফু-ওয়াং ফুড, জেমিনি সি, তাওফিকা ফুডস এন্ড লাভেলো, মেঘনা কনডেন্সড মিল্ক, ন্যাশনাল টি এবং শ্যামপুর সুগার মিলস্ লিমিটেড।

এপেক্স ফুডস : কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো কমেছে এপেক্স ফুডস লিমিটেডের। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৩১ টাকা ২৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ২৭ টাকা ২৯ পয়সা।

বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটি : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১১ টাকা ৩৮ পয়সায়। গত বছর একই সময়ে যা ৩৯ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২৮ টাকা ১৭ পয়সা।

ফু-ওয়াং ফুড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৭ পয়সা।

জেমিনি সি : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৮ টাকা ৭৭ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৮২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ১০ টাকা ৫৯ পয়সা।

তাওফিকা ফুড এন্ড লাভেলো : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৪২ পয়সা।

মেঘনা কনডেন্স মিল্ক : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২৭ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ০১ পয়সা।

ন্যাশনাল টি : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১৬ টাকা ৭৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৯ টাকা ১১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ৭ টাকা ৬৭ পয়সা।

Leave A Reply

Your email address will not be published.