নির্বাচনের ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : আগের দিন গতকাল রোববার (০৭ জানুয়ারি) দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার আজ সোমবার (৮ জানুয়ারি) শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর আজ শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেল।

আজ উভয় শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদরও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তারচেয়ে প্রায় তিনগুণ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে সূচক যেভাবে বেড়েছে, লেনদেন সেভাবে বাড়েনি।

আজ ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি ৬৮ লাখ টাকা বেশি। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৯৬টি প্রতিষ্ঠানের।

Leave A Reply

Your email address will not be published.