ক্যাশ ফ্লো কমেছে শেয়ারবাজারের ১৭ ব্যাংকের

0

স্টকরিপোর্ট ডেস্ক :শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো মাইনাসে রয়েছে ১৭ ব্যাংকের। এগুলো হলো- এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড।

এদিকে একই সময়ে ক্যাশ ফ্লো বেড়েছে ৯টি ব্যাংকের। আর ক্যাশ ফ্লো কমেছে ৬টি ব্যাংকের। ক্যাশ ফ্লোর তথ্য হালনাগদ করেনি সম্প্রতি লেনদেনে আসা ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো মাইনাসে রয়েছে ট্রাস্ট ব্যাংকের। তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) ব্যাংটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৬ টাকা ৩১ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৩৯ টাকা ৫২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৫৫ টাকা ৮৩ পয়সা।

অন্য ব্যাংকগুলোর মধ্যে-

এবি ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৭ টাকা ৮৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১০ টাকা ২৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ মাইনাস ৭ টাকা ৫৫ পয়সা।

ব্র্যাক ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৫ টাকা ৩৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ২১ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ মাইনাস ২৭ টাকা ৩০ পয়সা।

সিটি ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৫ টাকা ৫৯ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৯১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ মাইনাস ৭ টাকা ৫০ পয়সা।

এক্সিম ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১০ টাকা ৭৫ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ১ টাকা ১৫ পয়সা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬ টাকা ২৯ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল মাইনাস ৬৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৫ টাকা ৬৩ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৫ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৩৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৪৪ পয়সা।

যমুনা ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ৮৯ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১৬ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ২১ টাকা ২৭ পয়সা।

ন্যাশনাল ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ৮০ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল মাইনাস ৬ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ১ টাকা ১৪ পয়সা।

এনসিসি ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৮০ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৪ টাকা ৩৩ পয়সা।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৯ টাকা ৪২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৯ টাকা ৪৩ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৮৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১৩ টাকা ২৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ১৬ টাকা ১০ পয়সা।

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২ টাকা ৬২ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৫ টাকা ২১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৭ টাকা ৪১ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩১ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ১৪ টাকা ২১ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ২৮ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল মাইনাস ২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ১ টাকা ৯৩ পয়সা।

ইউসিবি ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২০ টাকা ১৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল মাইনাস ১৬ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ৩ টাকা ৫৫ পয়সা।

উত্তরা ব্যাংক: ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২১) শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৯ টাকা ৫০ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ৫ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে মাইনাস ২৪ টাকা ৮৬ পয়সা।

Leave A Reply

Your email address will not be published.