গতি ফিরছে পুঁজিবাজারে

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক : টানা তিন কার্যদিবস বড় দরপতনের পর ফের টানা দুই দিন ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। আজ মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে আড়াই শতাধিক প্রতিষ্ঠান।

এর আগে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস বড় দরপতন হয়। এতে পাঁচদিনেই ডিএসইর বাজার মূলধন প্রায় ৩৩ হাজার কোটি টাকা কমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও পুঁজিবাজারে বড় দরপতন হয়।

তবে গত কাল সোমবার ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার । দাম কমার তালিকা থেকে বেরিয়ে বেশকিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। ফলে সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।গতকালের ধারা অব্যহত থেকেই আজ পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৫২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ১৫০ পয়েন্টে দাড়িয়েছে।ডিএসইর শরীয়াহ্ সূচক ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৫৫টি কোম্পানির। বাকি ৯২টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪২ পয়েন্টে।

সিএসইতে ২৭২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১ টির দর বেড়েছে, কমেছে ৭৬ টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.