চাঙ্গা পুঁজিবাজারে দরপতনের শীর্ষে বিজিবি পাওয়ার

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুঁজিবাজারের সব সূচক বেড়েছে, বেড়েছে লেনদেনও।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। চাঙা বাজারেও ভরাডুবি হয়েছে ১০ প্রতিষ্ঠানের। এদিন সর্বোচ্চ দর কমেছে জিবিবি পাওয়ার লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৭.৩৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে ৫ টাকা বা ৪.৬৭ শতাংশ।

আর ৩২ টাকা ৩০ পয়সা বা ৪.৬৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেস্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, কহিনুর কেমিক্যালস, এমারেল্ড অয়েল, বিডি থাই এ্যালুমিনিয়াম, লিব্রা ইনফিউশনস, সী পার্ল রিসোর্ট এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave A Reply

Your email address will not be published.