ডিএসইএক্স থেকে ছিটকে গেল ১৫ ব্যাংক

0

স্টকরিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্সে- ডিএসইএক্স তালিকা থেকে ১৫টি ব্যাংক ছিটেকে গেল। ব্যাংকগুলোর সঙ্গে অন্যান্য ইনডেক্সের আরও ৮৩ কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, প্রতি বছর একবার ডিএসএমইএক্স সূচক সমন্বয় করা হয়। আর বছরে দুবার ডিএস-৩০ সূচক ও একবার সমন্বয় করা হয় ডিএসইএক্স সূচক।

ডিএসই বলছে, ডিএসইএক্স ইনডেক্স থেকে ছিটকে পড়া ১৫টি ব্যাংকের প্রয়োজনীয় বাজার মূলধন রয়েছে। কিন্তু কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে থাকার কারণে ডিএসইএক্স ইনডেক্সে থাকার অন্যতম মানদন্ড স্টক ট্রেডিং বা টার্নওভারের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে কোম্পানিগুলো।

Leave A Reply

Your email address will not be published.