পতন থামলেও লেনদেনে ভাটা

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার (২৬ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান মূল্য সূচকের পতন থামলে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে শতকোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। সূচকটি বর্তমানে ১৩৭৩ পয়েন্টে দাড়িয়েছে।

আর অপর সূচক ‘ডিএসই-৩০’ ১ দশমিক ৮৯ পয়েন্ট কমে ২১৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২২ কোটি ৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ৭২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.