ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ২১ কোম্পানি

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক: রেকর্ড লেন‌দে‌নেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪৬টির কোম্পানি ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কোম্পানিগুলোর শেয়ার কোনভাবেই ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারছে না। এদিকে প্রতিদিনই বেড়েই চলেছে ফ্লোর প্রাইসের কোম্পানির সংখ্যা। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সামান্য পতনেও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে আরও ২১ কোম্পানির শেয়ার।

আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ১২৫টি। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ২১টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ১৪৬টিতে।

আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা ২১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সানলাইফ ইন্স‌্যু‌রেন্স, ইস্টল‌্যান্ড ইন্স‌্যু‌রেন্স, রিপাব‌লিক ইন্স‌্যু‌রেন্স, প্রগ‌তি লাইফ, নর্দান ইসলা‌মি ইন্স‌্যু‌রেন্স, ফেডা‌রেল ইন্স‌্যু‌রেন্স, এ‌বি ব‌্যাংক, প্রাইম লাইফ, প‌্যারামাউন্ট ইন্স‌্যু‌রেন্স, ইউ‌সি‌বি, এ‌পেক্স টেনারী, ঢাকা ইন্স‌্যু‌রেন্স, এসএস স্টিল, ড্রাগন সু‌য়েটার, ফু ওয়াং সিরা‌মিসক, অগ্রণী ইন্স‌্যু‌রেন্স, এক্স‌প্রেস ইন্স‌্যু‌রেন্স, প্রভা‌তি ইন্স‌্যু‌রেন্স, গ্লোবাল হে‌ব্বি, বাংলা‌দেশ জেনা‌রেল ইন্স‌্যু‌রেন্স, বীচ হ‌্যাচারীজ এবং প্রাইম ইন্স‌্যু‌রেন্স কোম্পা‌নি লি‌মি‌টেড।

Leave A Reply

Your email address will not be published.