বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রত্যাশা

0

স্টকরিপোর্ট ডেস্ক: বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শেয়ারবাজার এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় মরিশাসের স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের (এসসিবি) উদ্যোগে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড অব মরিশাসের (ইডিবিএম) সহযোগিতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অংশগ্রহণে একটি বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।

‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক মরিশাসের এই সামিটে উপস্থিত বিশেষজ্ঞরা বাংলাদেশে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের শেয়ারবাজার দীর্ঘমেয়াদি বিনিয়োগের উৎস হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সামিটে ‘‌বাংলাদেশ ইকোনমি: পটেনশিয়াল অব ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বক্তব্য রাখেন।

এই ইনভেস্টমেন্ট সামিটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মরিশাসের সিসিআইবি কান্ট্রি হেড রাজনিশ অবেলুকের সঞ্চালনায় ‘মরিশাসে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে মরিশাসের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়া দুকুন। তিনি তার উপস্থাপনায় ব্যবসা সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এই সময় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশে মরিশাসের দূতাবাস স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এদিন স্থানীয় সময় বেলা ২টায় ইডিবিএমের সঙ্গে বিএসইসি ও বিডার একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে ইডিবিএম চেয়ারম্যান হেমরাজ রমনিয়াল সিএসকে, বিএসইসি চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সময় বেলা ৩টায় বিএসইসি ও বিডার সঙ্গে মরিশাসের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির প্রধান নির্বাহী ধনেশ্বরনাথ বিকাশ ঠাকুর, বিএসইসি চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এই সময় বাংলাদেশের শেয়ারবাজার ও বিনিয়োগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ওইদিন বিকাল ৪টায় দেশটির আর্থিক পরিষেবা ও সুশাসনবিষয়ক মহেন কুমার সেরুত্তুনের সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যানের একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ও মরিশাসের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশে রিপাবলিক অব মরিশাসের দূতাবাস স্থাপন, মরিশাসে বাংলাদেশ ব্যাংকের শাখা খোলার অনুমতি প্রদান ও বাংলাদেশী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কর্তৃক মরিশাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

Leave A Reply

Your email address will not be published.